শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধু নিহত

চাঁপাইনবাবাগঞ্জ জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে।
নিহতের পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার  মোবারকপুর উপরটোলা গ্রামের শ্রী দিলীপ কর্মকারের স্ত্রী পূর্ণিমা রানী কর্মকার (৩০) রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেলের সাথে ধাক্কায় গুরুতÍ আহত হয়। এ সময় স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করার পূর্বে বিকাল ৩টায় সে মার যায়। নিহত পূর্ণিমার স্বামী দিলীপ কর্মকার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।
তবে, শিবগঞ্জ থানার ডিউটি অফিসার জানান এ ধরনের কোন বা অভিযোগ থানায় আসেনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩১-১০-১৫

,