সোনামসজিদ বন্দরে প্রশাসনের বাড়তি নজরদারী

দু’ বিদেশী নাগরিক হত্যাকান্ডে ঘটনার পর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর এলাকাসহ শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে প্রশাসনে পক্ষথেকে  বাড়তি নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। উগ্রবাদি সন্ত্রাসীর প্রবেশ রোধসহ সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে এই কঠোর অবস্থান নেয়া হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, বিভিন্ন সন্ত্রাসী চক্র যাতে এ জেলার কোন সীমান্ত দিয়ে প্রবেশ বা পালিয়ে যেতে না পারে এবং কোন অপরিচিত ব্যাক্তিকে সোনামসজিদ সীমান্ত দিয়ে যাবার সময় সন্দেহমূলক মনে হলেই তাকে জিঞ্জাসাবাদের জন্য যেন আটক করা যায় সে ব্যাপারে  বিজিবি সদা তৎপর। একদিকে সন্ত্রাসীদের রোধ করা অন্যদিকে দেশের চামড়া পাচার রোধ করার জন্য এ উদ্যোগ ।
অন্যদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এমএম ময়নুল ইসলাম জানান পুলিশ প্রশাসনে পক্ষ থেকে সব ধরনের সন্ত্রাসী দমন ও  উগ্রবাদি প্রবেশ রোধ কল্পে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি জানান, শিবগঞ্জ কোন বিদেশী নাগরিক আছে এমন তথ্য তাদের কাছে নেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-১০-১৫