যুব শান্তি সংঘ বার্ষিক মিনি ফুটবল টুর্নামেন্টে হঠাৎ আক্রমণ চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় যুব শান্তি সংঘ আয়োজিত বার্ষিক মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৫ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবার এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হঠাৎ আক্রমণ ফুটবল দল। তারা টাইব্রেকারে ২-১ গোলে লালবাবু বেকারী মেসি নাম্বার টেন ফুটবল দলকে পরাজিত করে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল পারভেজ, সর্বোচ্চ গোলদাতা আহাদ, শ্রেষ্ঠ খেলোয়াড় এর পুরষ্কার লাভ করে আকাশ। খেলা পরিচালনা করেন- আনিসুর রহমান ও তৌহিদ। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আলঃ মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আব্দুল হান্নান রজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সংঘের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আব্দুল হাকিম, শিক্ষক নূর এ আলম, মোজাম্মেল হোসেন, বরজাহান, আব্দুর রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শক উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-১০-১৫