শুরু হলো ৩ দিনব্যাপী তথ্য মেলা ও সাংস্কৃতিক উৎসব

চাঁপাইনবাবগঞ্জের শুরু হয়েছে তিনদিনের তথ্য মেলা ও সাংস্কৃতিক উৎসব।
সোমবার জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক  জাহাঙ্গীর কবীর। জেলা প্রশাসনের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি এই মেলার আয়োজন করেছে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র মাওলানা আবদুল মতিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন দেশের সব অফিস আদালতে সাধারণ মানুষকে তথ্য দেয়া হচ্ছে। দুর্নীতি সকল প্রকার  উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে। উন্নত দেশগুলোতেও দূর্নীতি আছে উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশে এর প্রভাব কমাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এবারের তথ্য ও সাংস্কৃতিক মেলায় ৪৬টি স্টাল স্থান পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৫