শিবগঞ্জের মনাকষাতে কম্পন কোচিং সেন্টারের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

কম্পন কোচিং সেন্টারের উদ্যোগেও আয়োজনে শুক্রবার সকালে মনাকষা বাজার  এলাকায় এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের নবীন বরণ ও জে এস সি পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনাকষা প্রিন্স কিন্ডার গার্ডে এর  সহকারী পরিচালক পলাশ উদ্দিনের সভাপতিত্বে  ও  কোচিং সেন্টারের  শিক্ষক  ডালিমের সঞ্চালনে প্রধান ও বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আঃ শঃ আঃ কারিগরি স্কুল ্এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লোকমান হোসেন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সিরাজ উদদৌল্লাহ, দাদনচকবেল আফরোজ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আলতাফুর রহমান টিপু  কোচিং সেন্টারের পরিচালক রেজাউল ইসলাম নয়ন আদিনা ফজলূল হক সরকারী  ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও ছাত্রনেতা ফাইজুদ্দিন আহমেদ  ও নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীরা। সভায় বক্তারা  কম্পন কোচিং সেন্টারের অতীতের সাফল্যের চিত্র তুলে ধরেন এবং ভষিষ্যত উন্নতি কামনা করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-১০-১৫

,