বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশের বেসরকারী প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহীদ সাটু হল চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান। এসময় আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সকল সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক সামস ই তাবরিজ, জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনসহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মী, ছাত্রদলের নেতা-কর্মী ও জাসদ ছাত্রলীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও তত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য জোনাব আলী ও ফোরামের সদস্য এনামুল হক তুফান।
চ্যানেল আই’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে চ্যানেল আই’র উত্তোরোত্তর সার্বিক উন্নতি কামনা করেন বক্তারা।
শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৫