ভোলাহাটে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আর্ন্তজাতিক দূযোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর আয়োজিত র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, দলদলী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, শাহনূর ইসলামসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৫

,