শিবগঞ্জের ধাইনগরে দু’ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত > আহত ৫ > এলাকায় উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ঘোড়দৌড়কে কেন্দ্র করে বৃহসপতিবার সন্ধ্যায় বিবদমান দু গ্র“পের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬৫)। সে ধাইনগরের পীরগাছি গ্রামের জোহাক মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অন্যান্য বছরের মত বুধ্বার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি সংঘ ধাইনগরের নাককাটি তলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতাকে ঘিরে বুধাবার রাতে আয়োজক আওয়ামীলীগে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবদমান ওই দু’গ্রুপ ধারালো অস্ত্র, ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পাড়ে। এতে নজরুলসহ ৬জন আহত হয়।
ধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাবারিয়া চৌধূরী জানিয়েছেন, মারাত্মকভাবে আহত নজরুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতানে নেযার পথে রাত ৮টার দিকে সে মারা যায়।
স্থানীয়রা জানিয়েছে, সংঘর্ষের পর আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’।
এদিকে পুলিশ সুপার বশির আহম্মেদ বলেন, নজরুল ইসলাম সংর্ঘষের সময় ককটেল বিষ্ফোরণের শব্দে ‘হার্ট এ্যাটাক’ এ মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-১০-১৫

,