নাককাটি তলায় ঈদ উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি যুব সম্প্রদায়ের উদ্যোগে ঈদ উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। ২দিনব্যপি প্রতিযোগিতা শেষে সোমবার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা নাককাটিতলা ঘাট থেকে শুরু হয়ে অরুণবাড়ী ঘাট হয়ে পুণরায় নাককাটিতলা ঘাটে এসে শেষ হয়। এতে ৫ বোইঠ্যায় ১ম ও ২য় স্থান অধিকার করে যথাক্রমে পীরগাছিল রুবেল মাঝি ও তার দল এবং ঘুনটোলার কামরুল মাঝি ও তার দল। অপরদিকে ১১ বোইঠ্যায় ১ম স্থান অধিকার করে কয়লার দিয়াড়ের সবুর মাঝি ও তার দল এবং ২য় স্থান অর্জন করে মিঠাপুকুরের খালেক মাঝি ও তার দল। ১১ বোইঠ্যায় ৯টি এবং ৫ বোইঠ্যায় ৩টি দল অংশগ্রহণ করে। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার স্বরূপ ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি রঙীন টেলিভিশন তুলেদেন- ধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী। এসময় ইয়াহিয়া চৌধুরী, হারুনুর রশিদ, পার্থ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৯-০৯-১৫