মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টে মন্ডল ক্রীড়াচক্র জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর বৈকাল ৪টায় ২৮তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর প্রথম খেলায় জয় পেয়েছে মন্ডল ক্রীড়া চক্র। তারা ৩-২ গোলে মসজিদপাড়া জুনিয়র ফুটবল দলকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে নাজমুল ২টি ও নাহিদ ১টি ও বিজিত দলের পক্ষে লাদেন ও লিখন  ১টি করে গোল করে। অপর ম্যাচে আজাহার-মুন্না স্মৃতি সংঘ ১-০ গোলে ফকিরপাড়া জুনিয়র ফুটবল দল কে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলটি করে রহমত।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০৯-১৫