শহরের উদয় সংঘ মোড় থেকে পুরার্কীতিসহ ৪জন আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ মহল্লার উদয় সংঘ মোড় এলাকা থেকে পুলিশ পুরাকীর্তি পাচার চক্রের ৪ জনকে আটক করেছে। আটক হওয়ারা হচ্ছে, ঢাকার মগবাজারের আবুল বাশারের ছেলে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর ভিডিও এডিটর শফিকুল ইসলাম তুষার (৩৫), শজাহানপুর গুলবাগ এলাকার মৃত আলী আসগারের ছেলে হূমায়ন (৫৫), নওগাঁ জেলার পতœীতলার মাহেন্দ্র রায়ের ছেলে রূপলাল (২৫), সাপাহারের মতিউর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তাদের আটক কর হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাও অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোতুর্জা জানান, উদয় সংঘ মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপাল মূর্তির খন্ডিত দুটি হাত ও ২৬ টি প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘তারা বিভিন্ন এলাকা থেকে পুরার্কীতি সংগ্রহ করে উদয় সংঘ মোড়ে বাসা ভাড়া নিয়ে পাচার কাজ চালিয়ে আসছিল’।
এ ব্যাপারে রোববার রাতে সদর থানায় একটি মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৫