সদর উপজেলায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদেরই হাতে’ শ্লোগানে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ফিতে কেটে ২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন। পরে মেলায় ১৯টি স্টল ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী ওয়াহেদুজ্জামান শাওন, বিশিষ্ট সমাজকর্মী অবঃ সিনিয়র সহকারী সচিব মাহতাব উদ্দিনসহ উপজেলা পর্যায়ের দপ্তরগুলির কর্মকর্তাবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় উপজেলা পোর্টাল, ডিজিটাল উপায়ে কৃষিতথ্য উপস্থাপন, আই.সি.টি ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আউট সোর্সিং, লার্নিং এন্ড আর্নিং সেশন এর স্টল স্থান পেয়েছে।
মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মূক্ত থাকবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৯-১৫