নারায়ানপুরের নুরুল ও আখতারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ানপুর ইউনিয়নের নুরুল ও আখতারুল হত্যার বিচারের দাবিতে বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত নুরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম, ভাই দুরুল হোদা, সাদ্দাম হোসেন, নিহত আখতারুল ইসলামের স্ত্রী কদরী বেগম, ছেলে কাজল আলী। সমাবেশে বক্তরা বলেন, ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর গ্রাম্য আধিপত্য বিস্তারকে ঘিরে বাতাস মোড়ে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে নুরুল ও আখতারুলকে হত্যা করে। হত্যার পর নুরুলের লাশ সীমান্তের ওপারে ফেলে আসা হয়। হত্যাকান্ডের তিন বছর পার হলেও সুষ্ঠু বিচার পাওয়া যায়নি। বক্তরা, হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মামলার বাদি নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দীন অভিযোগ করেন, হত্যাকান্ডের পরের দিন থানায় মামলা দায়ের হলেও হত্যাকান্ডের বিচার হয়নি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৫