শিবগঞ্জ সীমান্তে ৬ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সোমবার বিকালে সীমান্ত  দিয়ে অবৈধভাবে  অনুপ্রবেশের দায়ে বিজিবি ৬ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অধীনস্ত  ৭/৯এস পিলার এলাকা দিয়ে নদী পথ দিয়ে গত সোমবার বিকালে ভারতের ৬ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময়  মাসুদপুর  ঠুঠাপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার  স্বপনের নেতৃত্বে বিজিবির  একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলো  ভারতের মালদহ জেলার বোস্টমনগর থানার শুভপুর গ্রামের কশিমুদ্দিনের ছেলে মানিক চান (১৬), রফিক শেখের ছেলে কামরুল শেখ (২৫), মনিরুল ইসলাম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), দেওনাপুর গ্রামের জনাব আলির ছেলে আনারুল (৩২), আব্দুল হকের ছেলে মতিউর (৩৫) ও  বকতিয়া গ্রামের ইসসার আলিরা ছেলে ডালিম (১৮)।
এব্যাপারে মনোহর বিওপির কমান্ডার সুবেদার আব্দুল জাব্বার বলেন, তারা গত সোমবার দুপুরের পর পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে প্রবেশ করলে  মাসুদপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেছে।
এ সংবাদ লিখা পর্যন্ত তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৯-১৫