পৌর ও ইউপি নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী দেয়া হবে- পাপিয়া’র সংবর্ধনা অনুষ্ঠানে হারুন

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, দলীয়ভাবে প্রার্থী চুড়ান্ত করে আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী দেয়া হবে। দল যাকে প্রার্থী নির্ধারণ করে সমর্থন দেবে তার জন্যেই প্রতিটি নেতাকর্মী কাজ করবে। এর ব্যতিক্রম হবার কোনই সুযোগ নেই। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া’র কারামুক্তি উপলক্ষে রোববার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি একথা বলেন। তিনি আগামী পৌর ও ইউপি নির্বাচনে প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এর আগে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা সভার শুরুতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ফুল দিয়ে বিএনপি নেত্রী পাপিয়াকে বরণ করেন।
পরে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেত্রী এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক এ্যাড ময়েজ উদ্দীন, ছাত্রদল নেতা মিম ফাজলে রাব্বী প্রমুখ।
সংবর্ধিত পাপিয়া তার বক্তব্যে বলেন, সরকারের বিরুদ্ধে তাদের দূর্নীতি নিয়ে কথা বলার কারণে টেলিভিশনের টকশো’তে সত্য কথা বলার কারণে সরকার আমাকে হয়রানীমূলক মামলা দিয়ে আটকে রেখেছিল। সর্বচ্চো আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে আমাকে দিনের পর দিন বন্দি রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি ডিভিশন প্রাপ্ত বন্দি হবার পরেও এর কোনই সুবিধা আমি সেই সুবিধা পায়নি। কারণ থানার হাজত খানায় কোন ডিভিশনের সুবিধা নেই। কোর্টে হাজতখানায় কোন ডিভিশনের সুবিধা নেই। এরপরেও আমাকে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে’। নিজে মানসিক মনোবল ভাংগেননি উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহবান জানান।
পৌর নির্বাচন প্রসঙ্গে পাপিয়া বলেন, ‘ প্রেমিকের গুণ না গেয়ে নিজের ঘরের লোকের গুন গাইতে হবে। দল যাকে প্রার্থী দিবে তাকে নির্বাচিত করতে কাজ করতে হবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-১৫