মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এফ.ডাব্লু.সি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বুধবার বৈকাল ৪টায় ২৮তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর ১ম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে এফ.ডাব্লু.সি ।
তারা ৮-০ গোলের বিশাল ব্যবধানে রহমতপুর ফুটবল দল কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে রায়হান হ্যাট্রিক সহ ৫টি, রিফাত ২টি ও করিম ১টি গোল করে।
আগামীকাল ২য় সেমিফাইনালে মুখোমুখী হবে মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয় ও আজাহার-মুন্না স্মৃতি ফুটবল দল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিরবদক/ ৩০-০৯-১৫
তারা ৮-০ গোলের বিশাল ব্যবধানে রহমতপুর ফুটবল দল কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে রায়হান হ্যাট্রিক সহ ৫টি, রিফাত ২টি ও করিম ১টি গোল করে।
আগামীকাল ২য় সেমিফাইনালে মুখোমুখী হবে মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয় ও আজাহার-মুন্না স্মৃতি ফুটবল দল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিরবদক/ ৩০-০৯-১৫