এমপি ওদুদকে সংবর্ধনা দিল স্বাধীন সাহিত্য পরিষদ
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদর উপজেলার সাহেবের ঘাটে নবনির্মিত শেখ হাসিনা সেতু নির্মাণসহ চরাঞ্চলের বিভিন্ন উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সংবর্ধনা প্রদান করে চাঁপাইনবাবগঞ্জের স্বাধীন সাহিত্য পরিষদ। এ সময় স্বাধীন সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা বালুচর’র মোড়ক উন্মোচন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে শনিবার বিকেলে স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যনের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, শফিকুল আলম ভোতা, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম,স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানন্দা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। চরাঞ্চলের সড়ক উন্নয়নের ফলে মানুষের জীবন যাত্রার মান ব্যাপক উন্নয়ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ১৯-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে শনিবার বিকেলে স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যনের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, শফিকুল আলম ভোতা, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম,স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানন্দা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। চরাঞ্চলের সড়ক উন্নয়নের ফলে মানুষের জীবন যাত্রার মান ব্যাপক উন্নয়ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ১৯-০৯-১৫