শিবগঞ্জে সামাজিক অবক্ষয় রোধে চককীর্তি গার্লস একাডেমির র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি গার্লস একাডেমির উদ্যোগে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওতাধীন (পিটিআই) আয়োজনে সামাজিক অবক্ষয় রোধে চককীর্তি গার্লস একাডেমির ছোট প্রয়াসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চককীর্তি গার্লস একাডেমি চত্বর থেকে প্রধান শিক্ষক আবু লুৎফুল মতিনের নেতৃত্বে র‌্যালীটি বের হয়ে চককীর্তি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় চককীর্তি গার্লস একাডেমি ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষকের সভাপিতত্বে বক্তব্য রাখেন প্যারেন্ট টিচার্স এ্যাসোসিয়েশন (পিটিএ) এর সভাপতি আনোয়ারুল আজম, সদস্য সচিব এজাজুল হক, ম্যানেজিং কমিটির সদস্য এলাহী বক্স, মোস্তফা কামাল, আবদুল বারী, মুনজুরী বেগম, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা ইভটিজিং রোধ, বাল্য বিয়ে রোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সহায়তা এবং নেশা মুক্ত সমাজ গড়ার উপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৫

,