৮ দিন ধরে বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর-ভোলাহাট বাস চলাচল > জনদূর্ভোগ চরমে

বাস ও অটো রিক্সা শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে ৮ দিন যাবৎ বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর-রহনপুর-ভোলাহাট উপজেলা সংযোগ সড়কে যাত্রীবাহী বাস চলাচল। গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সড়কের নাচোল উপজেলা অংশের মল্লিকপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চালকরা এক বাস চালককে মারধর ও বাস ভাঙচুর করায় এ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় চাঁপাইনবাবঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন। ফলে ঈদকে সামনে রেখে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় বেহাল দশার ভগ্ন সড়কে যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে ছোট যানবাহনে চলাচল করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে চাঁপাইনবাবঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, বাস চালককে মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় নাচোল থানায় ১টি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, শ্রমিকরা বাস চলাচলে রাজি থাকলেও মালিক সমিতি এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে রোববার বিকেলে নাচোল উপজেলার মল্লিকপুরে অনুষ্ঠিত স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বাস ও অটো শ্রমিকদের মধ্যে সর্বশেষ সমঝোতা বৈঠক কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় এ রুটে কবে নাগাদ যাত্রীবাহী বাস চলাচল আবার শুরু হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৈঠকে উপস্থিত নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, সমঝোতা বৈঠকে বাস মালিকদের বাস চলাচল শুরু করার অনুরোধ জানানো হয় । কিন্তু বাস চলাচল এখনও চালু হয়নি। একই প্রসঙ্গে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাসিরউদ্দিন জানান, বাস ও অটো চালকদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গত কয়েক দিনে ৩ বার শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্দান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ মোতায়েনের বিষয়টি নাচোল উপজেলা চেয়ারম্যান পুলিশ সুপারকে অবহিত করবেন বলে জানিয়েছেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আ্যাড. লুৎফর রহমান ফিরোজ জানান, বুধবার প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান,নাচোল পর্যন্ত বাস চলাচল করছে। আবার এদিকে শিবগঞ্জ উপজেলা-কানসাট হয়ে ভোলাহাট রুটের বাস সার্ভিসও স্বাভাবিক রয়েছে। এখন চাঁপাই-গোমস্তাপুর-রহনপুর-ভোলাহাট রুটটি কবে আবার চালু করা যায় সে ব্যাপারে মালিক পক্ষ সংশ্লিস্ট সকলের সাথে কথা বলে শীগ্রই সিদ্ধান্ত জানাবেন। তবে তিনি ও অনান্য বাস মালিকেরা সড়কে থ্রি হুইলারের দৌরাত্মের ব্যাপারে উষ্মা প্রকাশ করেন। উল্লেখ্য, টানা কয়েক মাস থ্রি হুইলারের সাথে দ্বন্দ্বের জেরে বন্ধ থাকার পর সেপ্টেম্বর মাসের ১ তারিখে জেলা প্রশাসক চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে পূনরায় বাস চলাচল উদ্বোধন করেন। এদিকে আবার মঙ্গলবার দুপুরে বাস মালিকদের লোকজনের হাতে নির্যাতনের অভিযোগে কর্মসুচী পালন করেছে অটো চালকেরা। এ পরিস্থিতিতে সাধারন যাত্রীরা যতদ্রুত সম্ভব নির্বিঘœ সড়ক যোগাযোগের দাবী জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৯-১৫