ভোলাহাটে বঙ্গবন্ধু’র জীবনী সম্পর্কে আলোচনা সভা

ভোলাহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে স্থানীয় সকল ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা শনিবার বিকেলে গোহালবাড়ী হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার আয়োজিত দিনব্যাপী নানা কর্মসুচী পালন করে। সকাল ১০টায় স্থানীয় সকল গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, পরে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গোহালবাড়ী বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগারের সভাপতি ইয়াসিন আলী শাহ্’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রাসেদুল ইসলাম, সাবেক আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক এএইচএম বিদ্যুৎ বঙ্গবন্ধু’র জীবনী সম্পর্কে কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন এবং গোহালবাড়ী বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পাঠাগার সভাপতি ইয়াসিন আলী শাহ্ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই “চিরঞ্জীব শেখ মুজিব” প্রধান অতিথির হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ, সংস্কৃতিমোনা ব্যক্তি ও স্থানীয় হাজার হাজার জনসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৫

,