তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়ায় জেলা ছাত্র দলের আহব্বায়ক সামিরুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, পৌর ছাত্র দলের আহ্বায়ক বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিম ফজলে আজিম চাঁপাইনবাবগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা।
সভায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-১৫