খাসেরহাটে ককটেল-গানপাওডারসহ শিবিরের ১৫ নেতাকর্মী আটক > শিবিরের দাবি ‘ পুলিশের সাজানো নাটক’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট লজিরটোলা গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে ১৭টি ককটেল ও আড়াই শ’ গ্রাম গানপাওডারসহ শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আকটকৃদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ও শিবগঞ্জ পৌর শাখা সাবেক সভাপতি আল-আমিন, শিবগঞ্জ উত্তর সাথী শাখা শিবিরের সভাপতি নসিবুর রহমান, শিবির কর্মী আইয়ুব, সাদিকুল ইসলাম, আসাদুল ইসলাম ও হাফিজ শামিম রেজা। এদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে ককটেল ও গান পাওডার উদ্ধার পুলিশের সাজানো নাটক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট-লজিরটোলা গ্রামের জনৈক আলফাজ মাস্টারের পরিত্যক্ত বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এসময় শিবির নেতা আল-আমিনসহ ১৫ জনকে আটক করা হয়। অভিযানকালে কিছু সংগঠনিক বই, ১৭টি তাজা ককটেল, আড়াইশ গ্রাম গানপাওডার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বাক্কার সিদ্দীকি দাবি করেন, খাসেরহাটে শিবিরের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে শিবিরের নেতাকর্মীরা সভা করছিল। ককটেল ও গান পাওডার উদ্ধার পুলিশের সাজানো নাটক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৯-১৫

,