শিবগঞ্জের কয়লাবাড়িতে তিনটি বিদেশী পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে ৩টি বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিযনের সদস্যরা। জানা গেছে, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল শুক্রবার দুপুর আড়াইটায় শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী পূর্বপাড়া গ্রামের রাস্তার উপরে অভিযান চালিয়ে ৩ টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি সহ অস্ত্র ব্যবসায়ী শিবগঞ্জের উপচাকপাড়া এলাকার মোখলেসের ছেলে মাসুদ রানা (২৩) কে হাতেনাতে আটক করে। ঘটনার বিবরণে র্যাব জানায়, আটক মাসুদ রানা দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত মর্মে গোয়েন্দা তথ্য পাবার পর থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করার জন্য চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাদা পোশাকের একটি দল বেশ কিছুদিন ধরেই তৎপর ছিল। এরই প্রেক্ষিতে মাসুদ রানা শুক্রবার দুপুরে অবৈধ অস্ত্র বহন করে কয়লাবাড়ী পূর্বপাড়া গ্রামের কাঁচা রাস্তার উপর অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অপারেশন দলটি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা তাকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৯-১৫