সোনামসজিদ বন্দরে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ-বালিয়াদিঘী মহাসড়কের সোনামসজিদে এলাকায় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বাংলা ট্রাকে মুখোমুখি সংঘর্ষে পাতানু (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। পাতানু বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার সকাল ১০টার দিকে বালিয়দিঘী নামক স্থানে পাতানু রাস্তা পাড় হচ্ছিল। এসময় ভারতীয় পণ্যবোঝাই ট্রাক (নি-৫৯অ১৭৩৭) সোনাসজিদ স্থল বন্দরে প্রবেশের সময় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে পৌঁছলে বিপরীত দিকে আসা বাংলাদেশী ট্রাক (ঢাকা মেট্রো-১১-৫৮৯২) মুখোমুখি সংঘর্ষে পাতানু ঘটনাস্থলেই নিহত হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ভারতীয় ট্রাক চালককে পুলিশ হেফাজতে নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৫