মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সোমবার বৈকাল ৪টায় ২৮তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর খেলা মাঠে গড়ালো। এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাবেক খেলোয়াড় ও রহনপুর ইউসুফ আলী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নুরুল আমিন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা, ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম-সম্পাদক আজমাল হোসেন, নির্বাহী সদস্য হুমায়ন কবীর লুকু, আজিজুল হক, শেখ আহসান হাবিব মিন্টু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, শাহনেওয়াজ দুলাল সৈয়দ আব্দুল মুকিত আপেল, শামসুল আলম, শামিম খান, আব্দুল মতিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান। এটুর্নামেন্টে ১৫টি দল অংশগ্রহণ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৪-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৪-০৯-১৫