শিবগঞ্জে আগুনে পুড়ে গেছে আওয়ামীলীগ নেতার ছেলের দোকান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা বাজারে দুর্বত্তরা আগুন দিয়ে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার ছেলের দোকান পুড়িয়ে দিয়েছে। দোকান মালিকের পিতার অভিযোগ এক শিবির কর্মীকে পুলিশের আটকের জের ধরে জামায়াত শিবিরের লোকজন আগুন লাগিয়েছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের ছেলে রোকনুজ্জামান রাসেলের শেখটোলা বাজারস্থ রাসেল সু স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সমস্ত জুতা সেন্ডেল পুড়ে যায়।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা রুহুল আমীনের অভিযোগ, সোমবার রাতে পুলিশ শেখটোলা এলাকার আমীর আলী নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করে। এরই জের ধরে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা গভীর রাতে তার ছেলের দোকানে প্রথমে পেট্রোল ও বিষ্ফোরক ঢেলে পরে ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, দোকানে আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০ দলীয় জোটের লাগাতর অবরোধ কর্মসুচির সময় আওয়ামীলীগ নেতা রুহুল আমীনের স্কুল পড়–য়া ছেলে রাজন আলী রকি জামায়াত-শিবিরের হামলায় আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৯-১৫
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের ছেলে রোকনুজ্জামান রাসেলের শেখটোলা বাজারস্থ রাসেল সু স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সমস্ত জুতা সেন্ডেল পুড়ে যায়।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা রুহুল আমীনের অভিযোগ, সোমবার রাতে পুলিশ শেখটোলা এলাকার আমীর আলী নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করে। এরই জের ধরে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা গভীর রাতে তার ছেলের দোকানে প্রথমে পেট্রোল ও বিষ্ফোরক ঢেলে পরে ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, দোকানে আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০ দলীয় জোটের লাগাতর অবরোধ কর্মসুচির সময় আওয়ামীলীগ নেতা রুহুল আমীনের স্কুল পড়–য়া ছেলে রাজন আলী রকি জামায়াত-শিবিরের হামলায় আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৯-১৫