ভোলাহাটে ৫৫শিক্ষার্থীদের মাঝে পোষাক দিলো সাদা মানুষ জিয়া

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ৫৫ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ পোষাক বিতরণ করেছেন সাদা মনের মানুষ জিয়াউল হক।
সোমবার বিকেলে মুশরীভূজা যুবক সমিতি প্রাঙ্গনে আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে সাদা মনের মানুষ জিয়াউল হক প্রধান অতিথি থেকে মুশরীভূজা জামেয়া আরাবিয়া ইসলামীয়া ক্বওমী মাদ্রাসার ৫৫ শিক্ষার্থীদের মাঝে পাজামা, পাঞ্জাবি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক দলদলী ইউপি চেয়ারম্যান ও আম ফাউন্ডেশন সেক্রেটারী মোজাম্মেল হক চুটু, এমদাদুল হক মাষ্টার ও মুশরীভুজা স্কুল এন্ড করেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আজাহার আলী, অত্র মাদ্রাসার সুপার আব্দুল হাই ও সহকারী শিক্ষক মাওঃ আহম্মদুল্লাহসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২২-০৯-১৫

,