শিবগঞ্জে আ.লীগ কর্মী হত্যা মামলার আরো ১ আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের আওয়ামীলীগ কর্মী রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভূক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পৌর এলাকার মর্দানা ক্লাবপাড়া গ্রামের মৃত টুবুর ছেলে  ওসমান আলী (৫৫)। এই নিয়ে হত্যা মামলার ৪ জন আসামীকে আটক করা হল।
মামলার তদন্তকারী অফিসার মাসুদ রানা জানান, শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আ.লীগ কর্মী রবিউল ইসলামকে গেল ১৫ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ জমিতে কাজ করার সময় প্রকাশ্যে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের বাবা সাবেক পৌরসভার কাউন্সিলর ও আ.লীগ কর্মী শফিকুল ইসলাম পাশবান গ্রুপের ২৩ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার ঘাসুড়া এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করা হয়।  এর আগে ২৪ আগস্ট ৩ জন এজাহারভ্ক্তূ গ্রেফতারকৃত আসামিরা চাঁপাইনবাবগঞ্জ আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগের বিবদমান দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে গেল ১৫ আগস্ট রবিউলকে প্রকাশ্যে নৃশংস্য ভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

চাঁপাইনবাবহঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৩-০৯-১৫

,