শিবগঞ্জে আয়কর মেলার উদ্বোধন
জাতীয় রাজস্ব বোর্ড শিবগঞ্জ আয়কর অফিসের উদ্যোগে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। “সুখি স্বদেশ গড়তে ভাই. আয়করের বিকল্প নাই” এই শে¬াগানে সামনে রেখে সোমবার সকালে নিজস্ব কার্যালয়ে আয়কর মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান। এসময় উপজেলার বিভিন্ন করদাতাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উপজেলার করদাতাদের মাঝে উৎসাহ ও সচেতনতা সৃষ্টির লক্ষে এই মেলা সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় করদাতাদের জন্য টিআইএন রেজিষ্ট্রেশন/রি-রেজিষ্ট্রেশন, টিআইএন রেজিষ্ট্রেশনের ভুল সংশোধন, আয়কর রিটার্ন দাখিল, ব্যাংকের অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদানের/ই-পেমেন্ট সুবিধা, টিআইএন সনদ প্রাপ্তি, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি, মেলা প্রাঙ্গণে ফটোকপির সুবিধা, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শ, ফুডকোর্টে চা, কফি এবং স্ন্যাক্স ক্রয়ের সুবিধা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০৯-১৫