ভোলাহাটে থেকে কাল্টার বিষ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বজরাটেক ঘোড়াঘাট নামকস্থানে থেকে কাল্টার বিষ ও মোটরসাইকেলের স্প্রিং উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার  রনজিৎ কর্মকার এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে বজরাটেক ঘোড়াঘাট নামকস্থানে  থেকে ৪ বোতল কাল্টার বিষ ও ৪ টি মোটরসাইকেরের স্প্রিংউদ্ধার করে। যার অনুমানিকমূল্য ৬৪ হাজার টাকা। বিজিবি আরো জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৮-০৯-১৫

,