মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টে এফডাব্লউসি ও মডেল সেমিফাইনালে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ২৮তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর ১ম ও ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় জয় পেয়েছে এফডাব্লুউসি ও মডেল সরকারি প্রাঃ বিদ্যাঃ। ১ম খেলায় এফডাবলুসি ১-০ গোলে দরগাপাড়া স্পোটিংকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রায়হান ১টি গোল করে এবং ২য় খেলায় মডেল সরঃ প্রাঃ বিদ্যাঃ ৩-২ গোলে মন্ডল ক্রীড়া চক্রকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে ।
 বিজয়ী দলের পক্ষে জেনারুল, সায়িদ ও রুবেল এবং বিজিত দলের পক্ষে নাজমুল ২টি গোল করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৯-১৫