শিবগঞ্জে ফেনসিডিলসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার গাজীপুর সাকোপাড়া গ্রাম থেকে ১৬১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত হচ্ছে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা পশ্চিমপাড়ার মৃত মুলি শেখের ছেলে জাকির হোসেন (৫০), তার ছেলে  শাহীন আলম (২৫) ও একই এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে  রুহুল আমিন(২৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল সোমবার বিকেল পৌনে চারটার দিকে শিবগঞ্জ উপজেলার গাজীপুর সাকোপাড়া গ্রামের ওয়াক্তিয়া মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১৬১ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ০৭০৯-১৫

,