আবারো গোমস্তাপুর থেকে ৩ ডাকাত সদস্য আটক

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর-কানসাট সড়কের কুইচাঘারা নামক স্থানে থেকে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী সাহেব গ্রামের আমিরুল ইসলামের ছেলে জাকির (২৩), চক নাদরা গ্রামের আলমের ছেলে নাইমূল (২০), হরিপুর চাতরা গ্রামের সাইদুল ইসলাম ফিটুর ছেলে আমিরুল (২০)। তাদের কাছ থেকে ৪টি বড় হাসুয়া, ৪টি রড, মুখোশ, দড়ি, একটি অটো রিক্্রাসহ ডাকাতির অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, শুক্রবার রাতে গোমস্তাপুর থানার একটি টহলদল রহনপুর-কানসাট সড়কে টহল দেয়ার সময় আরগড়াহাট ও বেলালবাজারের মাঝামাঝি কুইচাঘারা নামক স্থানে থেকে  ৩ ডাকাতকে  আটক করা হয়। তিনি আরো জানান,  ৫-৬ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিছল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এ আগে গোমস্তাপুর-ভোলাহাট সড়কের মকরমপুর ব্রিজের কাছে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী চার ডাকাতকে ধরে ফেলে। এ সময় তারা ওই চারজনকে গণপিটুনি দেয়। এতে ৪ ডাকাত মারা যায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর ১৯-০৯-১৫

,