নাচোলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র তৈরীর নিমিত্তে নিবন্ধন ও ছবি উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় নাচোল ডিগ্রি কলেজে নাচোল পৌর এলাকার নতুন নিবন্ধিতদের ছবি তোলার কাজের উদ্বোধন করেন, নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অসীম কুমার সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন, নাচোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খানসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। নাচোল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার বর্তমান ৯৭হাজার ২শ’ ৭২জন ভোটার সংখ্যার ২.৫শতাংশ হারে যাদের বয়স ০১/০১/১৯৯৮খ্রি. বা তার পূর্বে জন্মগ্রহণ কারিদের হালনাগাদ তালিকায় ২হাজার ৪শ’ ৩২জন নিবন্ধিত ব্যক্তির ছবি উত্তেলনের অংশ হিসেবে শুক্রবার সকালে ছবি উত্তেলনের উদ্বোধন করা হয়। এ ছাড়াও উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে ৫থেকে ৬সেপ্টেম্বর, ১নং কসবা ইউনিয়ন চত্বরে ৭থেকে ৮সেপ্টেম্বর, ৪নং নেজামপুর ইউনিয়ন চত্বরে ৯থেকে ১০সেপ্টেম্বর এবং ২নং ফতেপুর ইউনিয়ন চত্বরে ১১ থেকে  ১২সেপ্টেম্বর হালনাগাদ তালিকায় নিবন্ধিতদের ছবি তোলার কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, নতুন তালিকায় তথ্য সংগৃহীত ও নিবন্ধিতদের মধ্যে নির্ধারিত তারিখে যারা উপস্থিত হয়ে ছবি উত্তোলন করতে পারেন নি তাদের আগামী ১৩ সেপ্টেম্বর নাচোল উপজেলা স্কুল চত্বরে ছবি তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০৯-১৫

,