গোমস্তাপুরে ফায়ার সার্ভিস অফিসের কার্যক্রম শুরু

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুলতলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম পরিচালনার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 শনিবার সকালে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নবনির্মিত ভবন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক নুরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আহসানুল কবির, রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক ওহিদুল ইসলাম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রতিনিধি ইব্রাহিম ও রেজাউল করিম প্রমূখ।
প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবনটি তৈরি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর / ০৮-০৫-১৫

,