নারী উদ্যেক্তাদের বিউটিফিকেশন বক্স ও সেলাই মেশিন প্রদান

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির বোর্ড রুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এবং এফবিসিসিআই এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত “নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারন” কর্মসূচীর অধীনে আট দিনের ট্রেনিং প্রাপ্ত ২০ জন নারীকে সেলাই মেশিন ও ২০ জন কে বিউটিফিকেশন বক্স হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নারীদের স্বাবলম্বী হবার আহব্বান জানান ও এই খাতে সরকারের গৃহীত পদক্ষেপ গুলি তুলে ধরেন। অনুষ্ঠানে চেম্বারের পরিচালকগন,নারী উদ্যেক্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৫