চক্ষু হাসপাতালে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী দেয়া হবে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে ৩ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও অপারেশনের উদ্যোগ নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের মনিরুল ইসলাম স্বাক্ষরিত বুধবার এক প্রেসনোটে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলার শতাধিক দরিদ্র ও দুঃস্থ রোগীদের বিনা খরচে চক্ষু চিকিৎসা এবং চোখের ছানীসনাক্তকরণসহ চোখের চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৪, ১৫ ও ১৬ আগষ্ট (শুক্রবার, শনিবার ও রবিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা প্রদান করা হবে। সমিতির চেয়ারম্যান ও চক্ষু বিশিষজ্ঞ ডা. আয়াজ উদ্দিন আয়াজ এই কর্মসূচীর উদ্বোধন করবেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম এর সার্বিখ ব্যবস্থাপনায় কর্মসূচীর সমন্বয়ক রয়েছেন সমিতির কোষাধ্যক্ষ নেদাউল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৮-১৫