৫০ সন্ত্রাসী ধরতে পুলিশের ৫ ঘন্টা চিরুনী অভিযান গ্রেফতার নেই একজনও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর সভার ৯নং ওয়ার্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান কমিশনার ও আওয়ামীলীগ সমর্থিত আব্দুল সালাম ও সাবেক কমিশনার বিএনপি সমর্থিত সফিকুল ইসলাম পাসবানের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দের যের ধরে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় পুলিশ চিরুনী অভিযান চালিয়েছে। এই এলাকার ৫০ জন সন্ত্রাসীর নাম তালিকা তৈরী করে তাদের ধরতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ঘন্টা ব্যাপী অভিযান চালানো হয়। তবে কেউ ধরা পড়েনি পুলিশের হাতে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, তালিকা অনুযায়ী এ চিরুনী অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানের খরব সন্ত্রাসী আগেই টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীরা ওই এলাকাকে যেন ঢুকতে না পারে সেজন্য মর্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও সন্ত্রাসীকে ধরতে পুলিশ দিন রাত কাজ করবে। এর আগে কয়েক দফায় সেখানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গান পাউডার, ককটেল ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সদর সার্কেল মতিউর রহমান ও ওসি এম এম ময়নুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৫
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, তালিকা অনুযায়ী এ চিরুনী অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানের খরব সন্ত্রাসী আগেই টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীরা ওই এলাকাকে যেন ঢুকতে না পারে সেজন্য মর্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও সন্ত্রাসীকে ধরতে পুলিশ দিন রাত কাজ করবে। এর আগে কয়েক দফায় সেখানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গান পাউডার, ককটেল ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সদর সার্কেল মতিউর রহমান ও ওসি এম এম ময়নুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৫