সোনাইচন্ডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের নিহত হওয়ার ঘটনায় দুই জন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সোনাইচন্ডী হাটে বুধবার রাতে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে চার গরু ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় দুই জন কে আটক করেছে নাচোল থানা পুলিশ । আটক কৃতরা হলেন সোনাইচন্ডী হাটের ইজারাদার ফজলুর রহমান ও আশরাফুল ইসলাম ।
নাচোল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, সোনাইচন্ডী হাটে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে চার গরু ব্যবসায়ীর নিহতের ঘটনায় গোমস্তা পুরের নিহত আলমগীরের বাবা হাটের ইজারাদার ও মালিকদের বিরুদ্ধে নাচোল থানায় বুধবার রাতে একটি হত্যা মামলা দ্বায়ের করেন । এর পরিপ্রেক্ষিতেই বুধবার রাতেই হাটের ইজারাদার ফজলুর রহমান ও আশরাফুল ইসলাম কে আটক করা হয়েছে এবং আলমগীরের লাস ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৮-১৫

,