রহনপুরের রংমিস্ত্রী সায়েম হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের রং মিস্ত্রিী সাহেবজান সায়েমের চাঞ্চল্যকর হত্যাকান্ডের এজাহারভূক্ত ৩ আসামীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে রহনপুর পৌর এলাকার বেলদারপাড়া গ্রামের তাজামুল ইসলাম তাজার ছেলে ইউসুফ আলী (২১), মৃত দানেশ আলীর ছেলে রতন (২৬) এবং একই এলাকার রবিউল ইসলাম রবুর ছেলে পরান (২২)কে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, গত ৬ই মে রাতে জেলার নাচোল উপজেলার পার্বতীপুর আড্ডা থেকে কাজ শেষে রহনপুর গম্বুজপাড়ার বাড়ি ফেরার পথে কতিপয় দূর্বৃত্তরা সাহেবজানকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে দেয়। ঘটনার পর নিহত সায়েমের পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করলে এই ৩ জনকে  আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৫

,