৭ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
দুপুর তিনটার সময় নবাবগঞ্জ ক্লাব (টাউনক্লাব) চত্ত্বরে জেলার ৫টি উপজেলা থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রধান শিক্ষক জড়ো হয়। এখান থেকে মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন আব্দুল মালেক, মারুফুল হক, মনোয়ারা খাতুন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস উদ্দীন, এহসান আলী প্রমূখ। বক্তব্য শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৫