স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরষ্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত- জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর সমাপণী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সোমবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বালক ফুটবলে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে সাডেন ডেথে ৩-২ গোলে সদর উপজেলার চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। বালক হ্যান্ডবলে সদর উপজেলার ফুলকুড়ি ইসলামিক একাডেমী ১৭-১৬ গোলে ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা দিনমোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা ফুটবল ও হ্যান্ডবলে সদর উপজেলার মাসুদ-উল-হক ইনষ্টিটিউট চ্যাম্পিয়ন হয়। তারা ফুটবলে শিবগঞ্জ উপজেলা দূর্লভপুর উচ্চ বিদ্যালয়কে ৫-০ গোলে এবং হ্যান্ডবলে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে ৫-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাবাডি বালকে সদর উপজেলার নয়নশুকা আর.কে উচ্চ বিদ্যালয় ৭৭-৪৫ পয়েন্টে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা কাবাডিতে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সাঁতারে দলগত চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার ফুলকুড়ি ইসলামিক একাডেমী, এতে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় বড় ও মধ্যম গ্র“পে ফুলকুড়ি ইসলামিক একাডেমীর খালিদ আনজুম ও শামিম আলি। দিনব্যাপি প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এসময় জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি চাঁপাইনবাবগঞ্জ এর সহ-সম্পাদক আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা তোফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, প্রধান শিক্ষক নাইমুল হক, হাসিনুর রহমান, হারুনুর রশিদ, শামসুল ইসলাম, নাসিউল ইসলাম, শিক্ষক বাইরুল ইসলাম, আব্দুল মতিন, শহিদ মনোয়ার সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিক্ষক মাইনুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ মুখলেছুর রহমান আকন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩১-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩১-০৮-১৫