সাঁতার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে বৃহষ্পতিবার দিনব্যাপি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় দলগত চ্যাম্পিয়ন চরজোতপ্রতাপ উদয় সংঘ ও রানার আপ ত্রিবেণী সেবা সংঘ এবং মহিলা ক্রীড়া সংস্থার দলগত চ্যাম্পিয়ন মহানন্দা সুইমিং ক্লাব ও রানার আপ চরজোতপ্রতাপ উদয় সংঘ। জেলা ক্রীড়া সংস্থার ২৫টি ইভেন্টে এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৮টি ইভেন্টে ১২৫ জন সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, সাঁতার কমিটির সম্পাদক বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকু, শেখ আহসান হাবিব মিন্টু, মহিলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মার্জিনা হক, সাধারণ সম্পাদক কবিতা চন্দ, যুগ্ম-সম্পাদক গৌরী চন্দ, শরীফা সালেহা, মমতাজ মহল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৮-১৫