চলছে মাছধরা
নওগাঁর পন্তীতলাসহ আশেপাশের এলাকায় কয়েকদিনের অবিরাম বর্ষণের পর গত ৩দিন ধরে কোন বৃষ্টিপাত হয়নি। কমতে শুরু করেছে সড়কের পাশের জলাশয়ের পানি। এই সুযোগে জলাশয়গুলোতে মাছ ধরতে শুরু করেছে স্থানীয় লোকজন। জলাশয়ের পানি সেচে মাছ ধরার চেষ্টা করছেন মধ্যবয়সী এক দম্পতি। নওগাঁ-পন্তীতলা আঞ্চলিক মহাসড়কের পাশে রোদইল গুচ্ছগ্রাম হতে ছবিটি তুলেছেন আমাদের পন্তীতলা প্রতিবেদক আতাউর রহমান।