বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তাজকেরাতুন ও লক্ষীনারায়ণপুর-২ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর শনিবার সকালে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে তাজকেরাতুন স্বরূপনগর সরঃ প্রাঃ বিদ্যালয় ১-০ গোলে মোশরিবোনা সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে ইয়াকুব একমাত্র গোলটি করে।  অপরদিকে মেয়েদের ফাইনালে লক্ষীনারায়ণপুর- ২ সরঃ প্রাঃ বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে নামোশংকরবাটী সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। টুর্নামেন্টে ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে বিজয়ী দলের ইউসুফ এবং মেয়েদের বিভাগে উম্মে সালমা। শ্রেষ্ঠ গোলকিপারের পুরষ্কার লাভ করে শিমুল, সুশৃংখল দলের পুরষ্কার লাভ করে ছেলেদের বিভাগে মডেল সরঃ প্রাঃ বিদ্যাঃ, মেয়েদের জোড়গাছি সরঃ প্রাঃ বিদ্যাঃ, সর্বোচ্চ গোলদাতা পুরষ্কার লাভ করে ছেলেদের বিভাগে আবু সাইদ মোল্লা ও মেয়েদের বিভাগে উম্মে সালমা। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রকৌশলী সাদেকুল ইসলাম, সহপ্রকৌশলী রোকনুজ্জামান, বাজার পরিদর্শক তরিকুল ইসলাম মজনু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সহ-উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাশেম উদ্দীন, প্যানেল মেয়র- ৩ মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর আব্দুল বারেক, শাহনেওয়াজ খান সিনা, শরীফা খাতুন বেবি, শিক্ষক সাইফুল ইসলাম, মারুফুল হক, মাহফুজুর রহমান, তোজাম্মেল হক জামিল, সইবুর রহমান, জোহরা বেগম, মনিরা সুলতানা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৮-১৫