নাচোলে কমিউনিটি পুলিশিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি বেজ্ড পুলিশিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪নং নেজামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল থানার অফিসার ইন্চার্জ তরিকুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বরেন্দ্র দোগাছী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও নেজামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি কাউসার আলী, লক্ষ্মীপুর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ইয়াসিন আলী, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং’র সভাপতি আবু বাক্কার। সভায় বক্তাগন গ্রামীণ জনপদের মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, যৌতুক নিরুৎসাহিত করণ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং’র প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়াও ইউনিয়নের ৯টি কমিউনিটি পুলিশিং’র ওয়ার্ড কমিটির সভাপতি, সহসভাপতি ও সদস্যগণ নিজ নিজ এলাকার আপোষযোগ্য সমস্যার সমাধানে আইনি সীমাবদ্ধতা ও কাঠামো না থাকার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৬-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৬-০৮-১৫