তিনচাকা’র যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জঃ মহাসড়কে তিনচাকা’র যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থ্রি হুইলার চালক ও মালিকরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা থ্রি হুইলার চালক-মালিক সমিতি’র ব্যনারে শহরের শান্তির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, সমিতি’র উপদেষ্টা শহীদুল হুদা অলক, সমিতির আহবায়ক তোফিজুর রহমান পাপ্পু, মেহেদি হাসান, নাজির হোসেন।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-১৫