শিবিরের উদ্যোগে দিনব্যাপি পদ্মা ভ্রমণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র শিবিরের উদ্যোগে মঙ্গলবার পদ্মা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সকালে ভ্রমণের উদ্বোধন করেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোয়াইব শাহরিয়ার।
ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৬০ জন শিবির নেতা-কর্মী শিবগঞ্জ লক্ষীপুর-চরপাঁকা রুটে এ ভ্রমণ শুরু করেন। পদ্মার বিভিন্ন উপকূল ও চরাঞ্চলে বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্রমণ প্রোগ্রাম শেষ হয়।
ভ্রমণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি এম. আযিয মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক গোলাম মাওলা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম শারওয়ার আবেদী।  এ সময় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা শিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক। সেমিনার পরিচালনা করেন, জেলা শিবিরের অর্থ ও প্রচার সম্পাদক আল আমিন। এছাড়া জেলা শিবিরের এইচ.আর.ডি. সম্পাদক আইয়ুব আলী, হাফেজ শামীম রেজা, হাবিবুল বারি ও ইউসুফ আলীসহ আরো অনেকে ভ্রমণে উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৮-১৫