বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরবাগডাঙ্গা ও গোয়ালটুলি চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর মঙ্গলবার বিকেলে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা-২ সরঃ প্রাঃ বিদ্যাঃ ২-০ গোলে বারঘরিয়া ইউপির চামাগ্রাম সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে আসাদুল গোল ২টি করে। মেয়েদের ফাইনালে মহারাজপুর ইউপির গোয়ালটুলী সরঃ প্রাঃ বিদ্যালয় ১-০ গোলে বারঘরিয়া ইউপির লক্ষীপুর আদর্শ সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে রেশমা একমাত্র গোলটি করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে আসাদুল ও রেশমা। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন- অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন, এসময় কাউন্সিলর আব্দুল বারেক, সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ম. তাশেম উদ্দিন, শিক্ষক মারুফুল হক, সৈবুর রহমান, তোজাম্মেল হক জামিল, রাকিব উদ্দীন, জোহুরা বেগম, মনিরা সুলতানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৫-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৫-০৮-১৫