ভোলাহাটে মাদ্রাসা সুপারকে পেটালো এক অস্থায়ী শিক্ষক
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলালপুর দারুস-সুন্নত দাখিল মাদ্রাসার সুপার বজলুর রহমানকে এক অস্থায়ী শিক্ষক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, হুসেনভিঠা গ্রামের আলাউদ্দীনের ছেলে নাসির খান মাদ্রাসার একটি শিক্ষকের পদ শুণ্য হওয়ার অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত ছিলো। ঐ শুণ্য পদে সম্প্রতি অন্য একজনকে শিক্ষক নিয়োগ চূড়ান্ত করায় ৩১ জুলাই তাকে এ পদ থেকে অবসর দেয়া হয়। তাকে নিয়োগ না দিয়ে অবসর দেয়ায় ক্ষিপ্ত হয়ে এঘটনা ঘটায়। শনিবার সকাল প্রায় ৯ টার দিকে মাদ্রাসার সুপারের অফিস কক্ষে ঢুকে সুপারের জামা কাপড়ে ধরে টানা হেঁচড়া করতে করতে রাস্তায় নিযে যায় এবং সেখানে সুপারকে পেটায় নাসির। মাদ্রাসার অন্যান্য শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বজলুর রহমানকে উদ্ধার করে।
নাসিরের অভিযোগ শিক্ষকের শুণ্য পদে নিয়োগ নেয়ার জন্য সুপার বজলুর রহমানকে টাকা দেয়া ছিল। তিনি নিয়োগ ও সম্মানি বাবদ ৯৮ হাজার ৬ শত টাকা দাবী করেন। তার দাবীর সত্যতা স্বীকার করে সুপার বজলুর রহমান তাৎক্ষণিক ৪০ হাজার টাকা পরিশেধ করেন এবং বাঁকী টাকা পরবর্তীতে পরিশোধের জন্য সময় নেন।
এব্যাপারে মাদ্রাসা সভাপতি তোফাজ্জুল হক তোফায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাসির একজন বখাটে ছেলে সুপারকে পেটানোয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে’
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/
স্থানীয়রা জানায়, হুসেনভিঠা গ্রামের আলাউদ্দীনের ছেলে নাসির খান মাদ্রাসার একটি শিক্ষকের পদ শুণ্য হওয়ার অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত ছিলো। ঐ শুণ্য পদে সম্প্রতি অন্য একজনকে শিক্ষক নিয়োগ চূড়ান্ত করায় ৩১ জুলাই তাকে এ পদ থেকে অবসর দেয়া হয়। তাকে নিয়োগ না দিয়ে অবসর দেয়ায় ক্ষিপ্ত হয়ে এঘটনা ঘটায়। শনিবার সকাল প্রায় ৯ টার দিকে মাদ্রাসার সুপারের অফিস কক্ষে ঢুকে সুপারের জামা কাপড়ে ধরে টানা হেঁচড়া করতে করতে রাস্তায় নিযে যায় এবং সেখানে সুপারকে পেটায় নাসির। মাদ্রাসার অন্যান্য শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বজলুর রহমানকে উদ্ধার করে।
নাসিরের অভিযোগ শিক্ষকের শুণ্য পদে নিয়োগ নেয়ার জন্য সুপার বজলুর রহমানকে টাকা দেয়া ছিল। তিনি নিয়োগ ও সম্মানি বাবদ ৯৮ হাজার ৬ শত টাকা দাবী করেন। তার দাবীর সত্যতা স্বীকার করে সুপার বজলুর রহমান তাৎক্ষণিক ৪০ হাজার টাকা পরিশেধ করেন এবং বাঁকী টাকা পরবর্তীতে পরিশোধের জন্য সময় নেন।
এব্যাপারে মাদ্রাসা সভাপতি তোফাজ্জুল হক তোফায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাসির একজন বখাটে ছেলে সুপারকে পেটানোয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে’
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/